Posts

Showing posts from August, 2021

ভবিষ্যতে আমরা পানি পান করব না,বরং পানি খাব!!!

Image
   পৃথিবীর সকল জায়গার মানুষেরা প্লাস্টিকের বোতলে পানি পান করে।কিন্তু আসলে এভাবে প্লাস্টিকের বোতলে পানি পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং  বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।তাছাড়া এসব প্লাস্টিকজাতীয় বর্জ‍্য পরিবেশক দূষিত করছে।প্রতিবছর প্রায় ৩৫ বিলিয়ন প্লাস্টিকের বোতল পৃথিবীর পাঁচটি মহাসাগরে পৌঁছে সাগরের বাস্তুসংস্থান নষ্ট করছে। তাই বিজ্ঞানীরা প্লাস্টিকের বোতলের বিকল্প হিসেবে একধরনের সামুদ্রিক শৈবাল দ্বারা ছোট ছোট পানির বল আবিষ্কার করেছেন।২০১৪ সালে লন্ডনের ছাএদের একটি গ্রুপ এটি তৈরি করেছিল।পরে স্টার্ট আপ কোম্পানি এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনে এর বৈশিষ্ট্য উন্নত করতে শুরু করে। এটি দেখতে জেলটিনাস গোলকের মতো।তাছাড়া এটি পানির মতো স্বাদহীন।তবে ভবিষ্যতে এতে রং ও বিভিন্ন প্রকারের স্বাদ যোগ করা যেতে পারে।এটি আমাদের সঠিক পরিমাণে হাইড্রেটেড করতে পারবে যেমনটি করে একটি সম্পূর্ণ পানির বোতল।মুখে দিলেই এটি পানি হয়ে যায় এবং তৃষ্ণা মেটাবে।এর নাম দেওয়া হয়েছে 'ওহো ক‍্যাপ'(Ooho Cap)। ওহো ক‍্যাপ এর ব‍্যবহার করা সম্পূর্ণ নিরাপদ এবং এর উপাদান প্লাস্টিকের চেয়েও সস্তা।

"আজ বিশ্ব মশা দিবস "

Image
প্রতিবছর ২০ আগষ্ট পালিত হয় "বিশ্ব মশা দিবস "।অনেকে মশা দিবস শোনে হয়ত ভাবছেন মশা দিবস কেন পালন করা হয়ে থাকে?আসুন তবে জেনে নেই এর পেছনের ইতিহাস। ব্রিটিশ চিকিৎসক স‍্যার রোনাল্ড রস ১৮৯৭ সালে আবিস্কার করেন,স্ত্রী অ‍্যানোফিলিস মশার মাধ্যমে ম‍্যালেরিয়া রোগ ছড়ায়।তার এ আবিষ্কারকে স্মরণ করতে কিছুদিন পর থেকেই ২০ আগষ্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়।আর এ আবিষ্কারের জন্য রোনাল্ড রসকে ১৯০২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। মশা (Nematocera) মাছি বর্গের এবং (Culicidae)পরিবারের অন্তর্ভুক্ত প্রাণী।বাংলাদেশে রয়েছে ১১৪ প্রজাতির মশা।তবে সব মশা মানুষদের কামড়ায় না।স্ত্রী কিউলেক্স,স্ত্রী অ‍্যানোফিলিস ও এডিস মশায় বেশি কামড়ায় এবং বিভিন্ন ধরনের মারাত্মক রোগ ছড়ায়,যেমন:-ম‍্যালেরিয়া,ডেঙ্গু,চিকেনগুনিয়া পীতজ্বর ইত্যাদি।তাছাড়া মশা মারাত্মক কিছু ভাইরাস ও ছড়ায়,যেমন:- ওয়েস্ট নাইল জিকার ওয়ার্ম ও প‍্যারাসাইট। ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়,এ পযর্ন্ত প্রাণীর আক্রমণে বিশ্বের যত মানুষের মৃত্যু হয়েছে তার অর্ধেকেরই হয়েছে মশার কারণে।বিশ্বের দুই লাখ বছরের ইতিহাসে মশার কারণে প্রায় ৫২ বিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে।

ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার :-ডাঃ কাদম্বিনী গাঙ্গুলি।

Image
 ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি হলেন ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার।যিনি রক্ষণশীল সমাজ ও বিভিন্ন প্রতিবন্ধকতা পেছনে ফেলে নিজের স্বপ্ন পূর্ণ করেন এবং রেখে যান পরবর্তী প্রজন্মের নারীদের জন্য দৃষ্টান্ত মূলক উদাহরণ।