ভবিষ্যতে আমরা পানি পান করব না,বরং পানি খাব!!!
পৃথিবীর সকল জায়গার মানুষেরা প্লাস্টিকের বোতলে পানি পান করে।কিন্তু আসলে এভাবে প্লাস্টিকের বোতলে পানি পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।তাছাড়া এসব প্লাস্টিকজাতীয় বর্জ্য পরিবেশক দূষিত করছে।প্রতিবছর প্রায় ৩৫ বিলিয়ন প্লাস্টিকের বোতল পৃথিবীর পাঁচটি মহাসাগরে পৌঁছে সাগরের বাস্তুসংস্থান নষ্ট করছে। তাই বিজ্ঞানীরা প্লাস্টিকের বোতলের বিকল্প হিসেবে একধরনের সামুদ্রিক শৈবাল দ্বারা ছোট ছোট পানির বল আবিষ্কার করেছেন।২০১৪ সালে লন্ডনের ছাএদের একটি গ্রুপ এটি তৈরি করেছিল।পরে স্টার্ট আপ কোম্পানি এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনে এর বৈশিষ্ট্য উন্নত করতে শুরু করে। এটি দেখতে জেলটিনাস গোলকের মতো।তাছাড়া এটি পানির মতো স্বাদহীন।তবে ভবিষ্যতে এতে রং ও বিভিন্ন প্রকারের স্বাদ যোগ করা যেতে পারে।এটি আমাদের সঠিক পরিমাণে হাইড্রেটেড করতে পারবে যেমনটি করে একটি সম্পূর্ণ পানির বোতল।মুখে দিলেই এটি পানি হয়ে যায় এবং তৃষ্ণা মেটাবে।এর নাম দেওয়া হয়েছে 'ওহো ক্যাপ'(Ooho Cap)। ওহো ক্যাপ এর ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ এবং এর উপাদান প্লাস্টিকের চেয়েও সস্তা।