"আজ বিশ্ব মশা দিবস "
প্রতিবছর ২০ আগষ্ট পালিত হয় "বিশ্ব মশা দিবস "।অনেকে মশা দিবস শোনে হয়ত ভাবছেন মশা দিবস কেন পালন করা হয়ে থাকে?আসুন তবে জেনে নেই এর পেছনের ইতিহাস।
ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস ১৮৯৭ সালে আবিস্কার করেন,স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগ ছড়ায়।তার এ আবিষ্কারকে স্মরণ করতে কিছুদিন পর থেকেই ২০ আগষ্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়।আর এ আবিষ্কারের জন্য রোনাল্ড রসকে ১৯০২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়।
মশা (Nematocera) মাছি বর্গের এবং (Culicidae)পরিবারের অন্তর্ভুক্ত প্রাণী।বাংলাদেশে রয়েছে ১১৪ প্রজাতির মশা।তবে সব মশা মানুষদের কামড়ায় না।স্ত্রী কিউলেক্স,স্ত্রী অ্যানোফিলিস ও এডিস মশায় বেশি কামড়ায় এবং বিভিন্ন ধরনের মারাত্মক রোগ ছড়ায়,যেমন:-ম্যালেরিয়া,ডেঙ্গু,চিকেনগুনিয়া পীতজ্বর ইত্যাদি।তাছাড়া মশা মারাত্মক কিছু ভাইরাস ও ছড়ায়,যেমন:- ওয়েস্ট নাইল জিকার ওয়ার্ম ও প্যারাসাইট।
ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়,এ পযর্ন্ত প্রাণীর আক্রমণে বিশ্বের যত মানুষের মৃত্যু হয়েছে তার অর্ধেকেরই হয়েছে মশার কারণে।বিশ্বের দুই লাখ বছরের ইতিহাসে মশার কারণে প্রায় ৫২ বিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে।
তাইতো ইতিহাসের অধ্যাপক টিমোথি সি. ওয়াইনগার্ড তার বই The Mosquito: A Human History of Our Deadliest Predator- এ মশাকে "মানব বিনাশকারী","ভয়ঙ্কর মৃত্যুদূত "," বিশ্বের মারাত্মক প্রাণ সংহারক" বলে উল্লেখ করেছেন।
Comments
Post a Comment