কালো জিরা বা (Black Cumin)-এর উপকারিতা।

 


কালোজিরা বা (Black Cumin), বৈজ্ঞানিক নাম :-(Nigella Sativa Linn)।এটি তিন-কোনা আক‍ৃতির কালো রং এর বীজ।কালোজিরা আয়ুর্বেদীয়,ইউনানী সহ বিভিন্ন ধরনের চিকিৎসায় ব‍্যবহার করা হয়।এর মশলা হিসাবেও ব‍্যাপক ব‍্যবহার হয়ে থাকে,এটি পাঁচ ফোড়নের একটি উপাদান।কালোজিরার বীজ থেকে তেল পাওয়া যায়,যা সৌন্দর্য চর্চায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আজকে আমি কালোজিরার উপকারিতা এবং এটি কখন খাওয়া ঠিক নয় তা নিয়ে আলোচনা করব-


Comments

Post a Comment

Popular posts from this blog

সফেদা বা (Sapodilla)ফলের গুনাগুন।

গর্ভাবস্থায় যোগ ব‍্যায়াম(yoga) এর উপকারিতা।